৪ জুন, ২০১২

ব্যাবহার করুন MSE(Microsoft Security Essentials) মাইক্রোসফট এর নিজস্ব অ্যান্টিভাইরাস।

লিখেছেন: মনির হোসেন বারী


আমি আজ আপনাদের যে অ্যান্টিভাইরাস টি দিব আপনারা সবাই এর সাথে পরিচিত। নাম  MSE (Microsoft Security Essentials).

এটি মাইক্রোসফট এর নিজস্ব অ্যান্টিভাইরাস। এটি একটি ফ্রী অ্যান্টিভাইরাস। ব্যাক্তিগতভাবে আমি নিজে এটি ব্যাবহার করি। আমরা ভাইরাস এর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নানান রঙের অ্যান্টিভাইরাস ইউজ করে থাকি। যেগুলু পিসি তে অনেক জায়গা দখল করে নেয় সাথে সাথে পিসি কে করে দেয় অনেক স্লো। এটি আপনার পিসি কে রাখবে ভাইরাসমুক্ত।
এটি ব্যাবহারের সুবিধাঃ-
** আপনার পিসি কে স্লো করবে না।
** হার্ডডিস্ক এর জায়গা দখল করবে খুবই অল্প।
** আপডেট এর ঝামেলা নাই, কারন এটি নিজে নিজেই অটো আপডেট নিয়ে নিবে।
** আপনার পিসি থাকবে ভাইরাসমুক্ত নিরাপদ।
আরও অনেক সুবিধা। আপনি ব্যাবহার করলে নিজেই বুঝতে পারবেন।
এটি ব্যাবহার করতে চাইলে আপনার পিসি এর আগের অ্যান্টিভাইরাসটি সম্পূর্ণভাবে add/remove Programs থেকে রিমুভ করে নিন।
বিঃ দ্রঃ- এটি ব্যাবহারের জন্য আপনার উইন্ডোজটি জেনুইন হতে হবে।
তো দেরি না করে এখনি ইন্সটল করে নিন এই ফ্রী অ্যান্টিভাইরাসটি নিচের দেয়া লিঙ্ক থেকে।
ডাউনলোড করুন এখান থেকে MSE       (Microsoft Security Essentials)

 
ডিজাইন করেছেন # প্রিন্স আহমেদ । ফোনঃ ০১৯১৬৩৪৪৪৪৪ । ই-মেইলঃ prince@dirdgroup.org