৫ জুন, ২০১২

পোর্টেবল স্কাইপটি ডাউনলোড করে নিন। ফ্রী কল করুন !!!


ফ্রী কল করতে যা যা লাগবে-

১। হেডফোন (উইথ মাইক্রোফোন)
২। নেট কানেকশন
৩। ই-মেইল একাউন্ট
৪। স্কাইপ সফ্টওয়্যার

ইন্সটল করার ঝামেলা নাই। শুধু আনজিপ করলেই হবে।  আনজিপ করার পর S লোগো চিহ্নিত SkypePortabel.exe  ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করুন
·         Welcome to Skype   বক্সে Don t have a skype name? ” লেখাটির উপর ক্লিক করুন


> আপনার পুরো নাম, স্কাইপ নাম, ইমেল ও নতুন পাসওয়ার্ড দিয়ে I agree- create  account বাটনে ক্লিক করুন। (মনে রাখতে হবে পাসওয়ার্ড লেটার এবং সংখ্যা মিলিয়ে (abc এবং 123) কমপক্ষে ৬ অক্ষর হতে হবে)
আপনার স্কাইপ নামের স্থানে যে নাম দিবেন আপনার বন্ধুরা সেই নামে আপনাকে খুজে পাবেন।


>এবার আপনার দেশ, শহর, জন্ম তারিখ ও মোবাইল নাম্বার দিয়ে Ok বাটনে ক্লিক করুন। ( জন্ম তারিখটা অপশনাল, না দিলেও চলবে)


* তারপর আপনার হেডফোন দিয়ে সাউন্ড সিস্টেমটা চেক করে নিতে পারেন অথবা Close this welcome screen & start using skype. বাটনে ক্লিক করুন


যেভাবে আপনার পরিচিত বন্ধুদের এড করবেন:
·         এবার নিচের চিত্রের ন্যায় Contacts          মেনু থেকে Add a contact            এ ক্লিক করুন


তারপর স্কাইন নেম থেকে আপনার পরিচিত বন্ধুর নাম লিখে খুজে বের করুন (যার সাথে কথা বলতে চান) এবং +Add      এ ক্লিক করুন


> এর পর Send request  এ ক্লিক করুন


যেভাবে কথা বলা শুরু করবেন:
·         আপনার রিকুয়েষ্ট একসেফ্ট করা বন্ধুদের লিষ্ট বাম পাশে দেখা যাবে। কেউ অনলাইনে থাকলে তার নাম সিলেক্ট করে কলকরুন


>তিনি কল রিসিভ করলেই আনলিমিটেড কথা বলতে পারবেন।
এ ছাড়া আরো অনেক এমন সফটওয়্যার আছে ,যা আপনাকে নেট থেকে পিসি টু পিসি ফ্রী কল করার সার্ভিস দিয়ে থাকে ,যেমন ooVoo , Yahoo messenger, Windows live messenger ,            Google talk.  নাম না জানা আরো অনেক সফটওয়্যার আছে । এ গুলো দিয়ে আপনি শুধু কথাই না ইচ্ছা করলে ভিডিও চ্যাট ও করতে পারেবন। কিন্তু এই সময়ের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে স্কাইপ




৪ জুন, ২০১২

WinRAR 4.20 full ফুল ভার্সন !!!!!

                                                                                           লিখেছেন: বোরহান উদ্দীন

প্রায় অধিকাংশ পিসি ইউজার RAR  ফাইল খোলার জন্য WinRAR  ইউজ করে ।
এটার ফুল ভার্সন পাওয়া যায় নেটে ।
সেগুলো প্রায় সবগুলোই প্রিক্রাকড ।
মানে অন্যর নামে Registered !!  কিন্তু নিজের পিসিতে অন্যর নামে Registered  করা সফট ইউজ করমু ক্যান !!!!!
তাই নিয়ে আসলাম
WinRAR  এর সবচেয়ে লেটেষ্ট ভার্সন WinRAR 4.20    
একদম Unlimited License !!!
তাও আবার নিজের নামেই !!! 
WinRAR  এর ৬৪ বা ৩২ বিট দুইটাই আছে ।
প্রথমে WinRAR  সেটুপ দিন ।


তারপর Keygen  ওপেন করুন ।
Name :  আপনার খুশখুশ !!!
এরপর Generate  কিল্ক দিন । তারপর Yes  দিন ।

নতুন উইন্ডোতে আপনাকে rarreg.key  ফাইল Save  করতে বলবে । তা Save  করুন ।
ব্যাস কাজ শেষ !!!!
নিজের নামেই ইউজ করুন জেনুইন লাইসেন্স !!! 

USB Disk Security 6 একদম ফ্রি


লিখেছেন: M.S.POLASH




 USB Disk Security               একটি দারুন সফটয়্যার যেটা দিয়ে খুব সহজে পেন ড্রাইভ ও মেমোরি কার্ড এর ভাইরাস রিমুভ করতে পারবেন। ভাইরাস Quarentine  এ চলে গেলে ওখান থেকে empty করে দেওয়া যায় । এখন যে সফটওয়্যার এর ভার্শন শেয়ার করছি তাঁর আপডেট version  হল 6.something ।         দেখতেও নাইস পিসি স্লো করে না 
এটার নতুন version  এর দাম ৫৫ ডলার!!! বিশ্বাস হলনা???     এখানে দেখেন
DOWNLOAD  করার পর জাস্ট ইন্সটল করবেন । ক্র্যাক মেক প্যাঁচ লাগবো না 


So far the BEST!!! I like the product very much because it is simple, easy, and effective.
Allesonc, CNET
Product Highlights
100% protection against any malicious programs via USB drive
The best solution to protect offline computer
The  worlds fastest and lightest security software
Compatible with other security software and all popular Windows platforms
Simple to use



AVG-Internet-Security 2012 ২০১৮ সাল পর্যন্ত





একটি অত্যন্ত কার্যকরি এন্টিভাইরাস হচ্ছে AVG-Internet-Security 2012 
প্রথমে ট্রায়াল র্ভারশন নামিয়ে ইন্সটল করার সময় শুরুতেই সিরিয়াল যখন চাইবে তখন সিরিয়াল কি দিয়ে ইন্সটল করে পিসি রিস্টাট দিয়ে আপডেট দিয়ে নিন ব্যাস তারপর ইউজ করুন জেনুইন লাইসেন্সর AVG-Internet-Security 2012 একদম ২০১৮ সাল পর্যন্ত
আমি ট্রায়াল  সিরিয়াল আলাদা ভাবে দিলাম 


 
ডিজাইন করেছেন # প্রিন্স আহমেদ । ফোনঃ ০১৯১৬৩৪৪৪৪৪ । ই-মেইলঃ prince@dirdgroup.org