১৯ এপ্রিল, ২০১২

ডাউনলোড বাংলা মুভি মনপুরা


গভীর রাতে প্রভাবশালী গাজীর মানসিক প্রতিবন্ধী ছেলে হালিম একটা খুন করে ফেলে। গাজী সাহেবের ছেলেকে রক্ষা করতে স্ত্রীর পরামর্শে বাড়ির এতিম কাজের ছেলে সোনাইকে মনপুরা দ্বীপে নির্বাসনে পাঠানো হয় যাতে সবাই সোনাইকে দোষী ভাবে। সোনাই আর গ্রামে ফিরতে পারে না। মনপুরাতে সোনাইয়ের দেখা হয় পরীর সাথে। গড়ে উঠে দুজনের মধ্যে ভালবাসা। কিন্তু গাজী সাহেবের সন্তান বাৎসল্য এবং পরীর বাবার উচ্চাকাঙ্ক্ষা তাদের প্রেমে বাধা হয়ে দাড়ায়। সোনাই ও পরী কি পারবে সেই বাধা অতিক্রম করতে?

মনপুরা ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র গিয়াসউদ্দিন সেলিম এই ছবিটি পরিচালনার মাধ্যমে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেন। সম্পূর্ণ গ্রামবাংলার পটভূমিতে নির্মিত, পারিবারিক ও প্রেমের গল্পের এই ছবিটি ২০০৯ সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল। ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টিভি অভিনেতা চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি ।
শ্রেষ্ঠাংশে
§  চঞ্চল চৌধুরী - সোনাই
§  ফারহানা মিলি - পরী
§  মামুনুর রশীদ -গাজী
§  শিরীন আলম -
§  ফজলুর রহমান বাবু -
§  মনির খান শিমুল - হালিম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
মনপুরা ছবিটি ২০০৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার এর শ্রেষ্ঠ অভিনেতা সহ মোট পাঁচটি বিভাগে পুরষ্কার লাভ করে।
§  বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্রঃ অঞ্জন চৌধুরী পিন্টু
§  বিজয়ী শ্রেষ্ঠ অভিনেতাঃ চঞ্চল চৌধুরী ২০০৯,
§  বিজয়ী শ্রেষ্ঠ খল অভিনেতাঃ মামুনুর রশীদ ২০০৯
§  বিজয়ী শ্রেষ্ঠ চিত্রনাট্যকারঃ গিয়াস উদ্দিন সেলিম
§  বিজয়ী নারী কণ্ঠশিল্পীঃ চন্দনা মজুমদার ও কাজী কৃষ্ণকলি ইসলাম (যৌথভাবে)
সঙ্গীত
মনপুরা ছবিটির সঙ্গীতায়োজন করেছেন অর্নব এবং সংগীত পরিচালনা করেছেন ইকবাল এ. কবির।

সাউন্ড ট্র্যাক ডাউনলোড
ট্র্যাক
গান
কন্ঠশিল্পী
নোট
নিধুয়া পাথারে
ফজলুর রহমান বাবু
যাও পাখি বলো তারে ১
চন্দনা মজুমদার ও কৃষ্ণকলি
সোনার ময়না  অর্ণব
অর্ণব
নিধুয়া পাথারে ২
চঞ্চল চৌধুরী ও কৃষ্ণকলি
সোনাই হায় হায় রে
ফজলুর রহমান বাবু
যাও পাখি বলো তারে ২
কৃষ্ণকলি
নিধুয়া পাথারে ৩
ফজলুর রহমান বাবু
আগে যদি জানতাম রে বন্ধু
মমতাজ
প্রচারণা
এই চলচ্চিত্রটির ছন্দময় গান গলো চলচ্চিত্র মুক্তির পূর্বে ব্যাপক প্রচার করা হয়, ফলে চলচ্চিত্র লাভ জনক হতে অনেক সাহায্য করে। এইটি কেবল এবং স্যাটেলাইট টিভি নেটওয়ার্কে ব্যাপক প্রচার করা হয়েছিল।
ডিভিডি-ভিসিডি সত্ব
চলচ্চিত্রের ডিভিডি এবং ভিসিডি ডিসেম্বর ২০০৯ সালেই মুক্তি দেওয়া হয়েছিল লেসার ভিশনের ব্যানারে।










 
ডিজাইন করেছেন # প্রিন্স আহমেদ । ফোনঃ ০১৯১৬৩৪৪৪৪৪ । ই-মেইলঃ prince@dirdgroup.org