৫ জুন, ২০১২

পোর্টেবল স্কাইপটি ডাউনলোড করে নিন। ফ্রী কল করুন !!!


ফ্রী কল করতে যা যা লাগবে-

১। হেডফোন (উইথ মাইক্রোফোন)
২। নেট কানেকশন
৩। ই-মেইল একাউন্ট
৪। স্কাইপ সফ্টওয়্যার

ইন্সটল করার ঝামেলা নাই। শুধু আনজিপ করলেই হবে।  আনজিপ করার পর S লোগো চিহ্নিত SkypePortabel.exe  ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করুন
·         Welcome to Skype   বক্সে Don t have a skype name? ” লেখাটির উপর ক্লিক করুন


> আপনার পুরো নাম, স্কাইপ নাম, ইমেল ও নতুন পাসওয়ার্ড দিয়ে I agree- create  account বাটনে ক্লিক করুন। (মনে রাখতে হবে পাসওয়ার্ড লেটার এবং সংখ্যা মিলিয়ে (abc এবং 123) কমপক্ষে ৬ অক্ষর হতে হবে)
আপনার স্কাইপ নামের স্থানে যে নাম দিবেন আপনার বন্ধুরা সেই নামে আপনাকে খুজে পাবেন।


>এবার আপনার দেশ, শহর, জন্ম তারিখ ও মোবাইল নাম্বার দিয়ে Ok বাটনে ক্লিক করুন। ( জন্ম তারিখটা অপশনাল, না দিলেও চলবে)


* তারপর আপনার হেডফোন দিয়ে সাউন্ড সিস্টেমটা চেক করে নিতে পারেন অথবা Close this welcome screen & start using skype. বাটনে ক্লিক করুন


যেভাবে আপনার পরিচিত বন্ধুদের এড করবেন:
·         এবার নিচের চিত্রের ন্যায় Contacts          মেনু থেকে Add a contact            এ ক্লিক করুন


তারপর স্কাইন নেম থেকে আপনার পরিচিত বন্ধুর নাম লিখে খুজে বের করুন (যার সাথে কথা বলতে চান) এবং +Add      এ ক্লিক করুন


> এর পর Send request  এ ক্লিক করুন


যেভাবে কথা বলা শুরু করবেন:
·         আপনার রিকুয়েষ্ট একসেফ্ট করা বন্ধুদের লিষ্ট বাম পাশে দেখা যাবে। কেউ অনলাইনে থাকলে তার নাম সিলেক্ট করে কলকরুন


>তিনি কল রিসিভ করলেই আনলিমিটেড কথা বলতে পারবেন।
এ ছাড়া আরো অনেক এমন সফটওয়্যার আছে ,যা আপনাকে নেট থেকে পিসি টু পিসি ফ্রী কল করার সার্ভিস দিয়ে থাকে ,যেমন ooVoo , Yahoo messenger, Windows live messenger ,            Google talk.  নাম না জানা আরো অনেক সফটওয়্যার আছে । এ গুলো দিয়ে আপনি শুধু কথাই না ইচ্ছা করলে ভিডিও চ্যাট ও করতে পারেবন। কিন্তু এই সময়ের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে স্কাইপ




1 মন্তব্য(গুলি):

Online Income বলেছেন...

This post was really helpful .Thank you for writing such a great post.Thanks for sharing this article. Thanks for sharing and have a good day!

 
ডিজাইন করেছেন # প্রিন্স আহমেদ । ফোনঃ ০১৯১৬৩৪৪৪৪৪ । ই-মেইলঃ prince@dirdgroup.org